আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উগান্ডার আলোচিত সেই বিচারক জুলিয়া সেবুটিন্ডে। তিনি আগামী তিন বছরের জন্য নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
বিচারক জুলিয়া সেবুটিন্ডে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আইসিজের রায়ে সবগুলো বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন।
যদিও ওই মামলায় আইসিজের বিচারকরা ইসরায়েলকে যেসব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন, সেগুলো আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠতায় ভোটে পাশ হয়েছে।
আইসিজের বিচারকরা মামলার অন্তবর্তীকালীন রায়ে ইসরায়েলের প্রতি ছয়টি বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
তার আগে বিষয়গুলো নিয়ে আইসিজের বিচারকদের মধ্যে ভোটাভুটি হয়। ১৫ জন বিচারক পক্ষে এবং দু’জন বিপক্ষে ভোট দেন। দু’জনের মধ্যে একজন সবগুলো বিষয়ের বিপক্ষে অবস্থান জানান। তিনিই হলেন উগান্ডার এই বিচারক জুলিয়া সেবুটিন্ডে।
আরেক বিচারক দু’টি বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছিলেন। তিনি হলেন ইসরায়েলের আহারন বারাক।
গাজা যুদ্ধ নিয়ে রায় ঘোষণার সময় আইসিজের বিচারক প্যানেলের প্রেসিডেন্টের পদে ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জোয়ান ডানেহিউ। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন রাশিয়ার কিরিল গেভোরজিয়ান।
বিচারক প্যানেলের ১৩ স্থায়ী সদস্য ছিলেন ১৩টি দেশ থেকে– স্লোভাকিয়া, ফ্রান্স, মরোক্কো, সোমালিয়া, চীন, উগান্ডা, ভারত, জ্যামাইকা, লেবানন, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া ও ব্রাজিল।
এদের সঙ্গে ওই মামলায় অ্যাডহক হিসেবে বিচারক প্যানেলে মামলার বাদী দক্ষিণ আফ্রিকা ও বিবাদী ইসরায়েল থেকে একজন করে দু’জন যুক্ত হয়েছিলেন। ইসরায়েলের আহারন বারাক হলেন অ্যাডহক বিচারক।
সে হিসেবে বলা যায়, ওই রায়ে বিচারক প্যানেলের ১৩ স্থায়ী বিচারকের মধ্যে কেবল জুলিয়া সেবুটিন্ডেই ওই নির্দেশনাগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।
এদিকে, আইসিজের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লেবাননের বিচারক নাওয়াফ সালাম। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ