রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ক্রেমলিনের ইউক্রেন অভিযানের বিরুদ্ধে কথা বলার জন্য দোষী সাব্যস্তদের কাছ থেকে সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন।
মস্কো তার স্থল আক্রমণের সমালোচনা নিষিদ্ধ করেছে এবং যারা প্রকাশ্যে এর বিরোধিতা করে তাদের কঠোর শাস্তি দিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা প্রেরণের পরে বেশ কয়েকটি কঠোর আইন গ্রহণ করেছে রাশিয়া। এটি সম্ভবত রাশিয়ান নির্বাসিতদের লক্ষ্যবস্তু করতে পারে যারা তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এখনও দেশে সম্পত্তি রয়েছে।
ক্রেমলিন জোর দিয়ে বলেছে য, সোভিয়েত-স্টাইলের বাজেয়াপ্তকরণের সাথে আইনটির ‘একেবারে’ কোনও সম্পর্ক নেই এবং বাস্তবে এটির অপব্যবহার হতে পারে এমন আশঙ্কা ‘ভিত্তিহীন’।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলে, আমরা বাস্তবে আইনটির প্রয়োগ মূল্যায়ন করার সুযোগ পাব। তিনি আরও বলেন, কোনো উদ্বেগ প্রকাশ করা হবে ‘ভিত্তিহীন’।
বিডিপ্রতিদিন/কবিরুল
আমরা বাস্তবে আইনটির প্রয়োগ মূল্যায়ন করার সুযোগ পাব