ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা বলেছেন, গাজায় ইসরায়েলের আচরণই বলে দেয় তারা অবরুদ্ধ উপত্যাকাটিতে কেমন করে গণহত্যামূল যুদ্ধ অব্যাহত রেখেছে। এটা বুঝতে কোনো রকম বিশ্লেষণের দরকার নেই।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সাথে কায়রোতে সাক্ষাতের পর তিনি বলেছেন, ইসরায়েলের আচরণের কোনো ব্যাখার দরকার নেই। তার মতে, হামাসের সাথে লড়াই করার নামে তারা নীরিহ নারী ও শিশুদের হত্যা করছে।
ব্রাজিলের এই নেতা আরো বলেছেন, গাজায় ইসরায়েলের এমন বৈষম্যমূলক আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। তার মতে এই হত্যাযজ্ঞ অচিরেই বন্ধ করতে হবে।
ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর হঠাৎ আক্রমণ চালায়। সেই সূত্র ধরেই তারপর থেকে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। এ পর্যন্ত তারা প্রায় ৩০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সংঘাত থামাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে দাবি করে সংস্থাটির সমালোচনা করেছেন লুলা। তিনি মনে করেন, জাতিসংঘ এ ধরনের সংঘাত থামানোর কোনো সক্ষমতাই রাখে না।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, এই বহুজাতিক সংস্থাটি গঠন করা হয়েছিল বিশ্বের সংকট সমাধানের লক্ষ্যে। তবে সেখানে প্রতিষ্ঠানটি পুরোপুরি ব্যর্থ। তাই ব্রাজিল চায় এই সংস্থাটির পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনতে।
সূত্র: প্রেসি টিভি
বিডি প্রতিদিন/নাজমুল