২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২২:৫৯

ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

হামাসের আল কাসসাম বিগ্রেডের একদল সদস্য

হামাস বলেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজায় এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

আল জাজিরার খবর অনুসারে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড বলেছে, তারা গাজা সিটিতে ‘শূন্য দূরত্ব’ থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনাকে হত্যা করেছে।

এর আগে গোষ্ঠীটি জানিয়েছিল, তারা একই এলাকায় মর্টার শেল দিয়ে একটি ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র৷ এতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি আটকে গেছে৷ ১৫ সদস্যের সংস্থাকে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।

১৩ জন কাউন্সিল সদস্য আলজেরিয়ান-খসড়ার পক্ষে ভোট দেয়।  ব্রিটেন ভোটদানে বিরত ছিল। অক্টোবর থেকে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় ভেটো।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর