পাকিস্তান জামায়াতে ইসলামির আমির সিরাজুল হক দেশটির কোয়ালিশন সরকার সম্পর্কে বলেছেন, পাকিস্তানের ওপর দুই পরিবারের রাজত্ব চাপিয়ে দেওয়া হয়েছে।
জেআই নেতা সিরাজুল হক বলেন, মধ্যরাতে যে সরকার গঠিত হয়েছে তা দেশে নতুন কিছু নয়।
মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং পাকিস্তান আজ যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার জন্য এই ‘সংস্থা’ দায়ী দাবি করে তিনি বলেন, দুটি পরিবারের রাজত্ব গত তিন দশক ধরে দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, তাদের অতীত, দুর্নীতির কাহিনী জাতির সামনে রয়েছে। আমি জাতির কাছে কৃতজ্ঞ পাকিস্তানের জনগণ অতীতের যেকোনো সময়ের থেকে এখন জামায়াতে ইসলামিকে বেশি বিশ্বাস করে।
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের ব্যাপারে দলগুলোর মধ্যে কয়েক দিন ধরে দর-কষাকষি চলছিল। অবশেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার পর ইসলামাবাদে পিএমএল-এন ও পিপিপির এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার গঠনে দলগুলো একমত হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ। আর প্রেসিডেন্ট হবেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি।
সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, পাকিস্তানে পরবর্তী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন তারা পিপিপি থেকে পাচ্ছেন। আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারায় পিপিপি এবং এবং পিএমএল-এন নেতাদের ধন্যবাদ জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল