ইউক্রেনের আরও বেশি সমর্থন প্রয়োজন এবং আপনার এখনই এটি প্রয়োজন। ইউক্রেনের সময়কে দিন, সপ্তাহ বা মাসে পরিমাপ করা উচিত নয়। এটি মানুষের জীবনের আলোকে পরিমাপ করা উচিত।
ন্যাটোর সামরিক কমিটির প্রধান রব বাউয়ার কিয়েভে ন্যাটো সামরিক প্রতিনিধিদলের প্রথম সরকারি সফরের সময় কিয়েভ সুরক্ষা ফোরামকে এসব কথা বলেছেন।
তিনি বলেন, ২০২৩ সালে বিশ্ব হয়তো অতিমাত্রায় আশাবাদী ছিল। কিন্তু ২০২৪ সালে অতিরিক্ত হতাশাবাদী হয়ে একই ভুল করা আমাদের উচিত হবে না।
যুদ্ধের সময় ইউক্রেনের স্থিতিস্থাপকতা এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন বাউয়ার।
বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কির সঙ্গেও বৈঠক করেন তিনি।
সিরস্কি ফেসবুকে বলেছেন, গোলাবারুদ সরবরাহ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল