ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে চারজন শিশু।
বুধবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স।
গাজায় ঈদ শুরু হয়েছে ইসরায়েলি ড্রোনের শব্দের মধ্য দিয়েই। ইসরায়েলি সামরিক ড্রোনগুলো ফিলিস্তিনিদের মনে করিয়ে দিচ্ছে যে তাদের কোনও নিরাপত্তা নেই।
ফিলিস্তিনিরা চারপাশে প্রচুর ধ্বংস, দুঃখ ও শোকের মধ্যেও একত্রিত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করছে, একে অপরকে অভিনন্দন জানাচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাতে যখন ফিলিস্তিনিরা ঈদের আগমনে আনন্দ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন যুদ্ধবিমান থেকে বেশ কয়েকটি আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আজাদ