ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, এমন শঙ্কার মধ্যে ইসরায়েলকে এবার লোহবর্মের মতো সুরক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলকে রক্ষা করতে যা যা করা দরকার তার সবই করবে যুক্তরাষ্ট্র।
গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। বাইডেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলেছি- ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো।’
যদিও একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। সংঘাতের ব্যাপারে নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে ‘ভুল’ হিসাবে আখ্যায়িত করে তিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।
এদিকে, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার পর আবারও প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
গতকাল বুধবার এক ভাষণে তিনি বলেন, কনস্যুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে। এর শাস্তি অবশ্যই তাদের পেতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক