ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সব সদস্যই এতে অংশ নেয়।
তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ইসরায়েল। তারা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক। জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তার সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন। তার আহ্বানে সাড়া দেয় সদস্যরা। যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরাও এতে অংশ নেয়।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। একে লজ্জাজনক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল