২৫ মে, ২০২৪ ১২:০৩

আদালতের রায় মানার বাধ্যবাধকতা রয়েছে, জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক

আদালতের রায় মানার বাধ্যবাধকতা রয়েছে, জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মানার বাধ্যতাবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

একই সঙ্গে গাজা যুদ্ধ ইস্যুতে আইসিজের রায় সকল পক্ষ অবশ্যই মেনে চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতিসংঘের শীর্ষ আদালত গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস এসব কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।


তিনি জোর দিয়ে বলেন, আদালতের রায় মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।

শুক্রবারের রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, “রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যেকোনও হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।”

রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর