২৫ মে, ২০২৪ ১৬:২৬

এবার ইসরায়েল সংশ্লিষ্ট ৩ জাহাজে হুথির হামলা

অনলাইন ডেস্ক

এবার ইসরায়েল সংশ্লিষ্ট ৩ জাহাজে হুথির হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা চালানোর দাবি করেছে। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজার সমর্থনে আয়োজিত বড় এক সভায় এই ঘোষণা দেন সারি। 

সারি জানিয়েছেন, প্রথম অভিযানটি চালানো হয় আরব সাগরে এমএসসি আলেক্সান্দ্রিয়া নামের একটি জাহাজ লক্ষ্য করে। এতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত সাগরে। এই হামলাটি চালিয়েছে হুথির নৌ সেনাদের বিমান বাহিনী। ওই জাহাজটিও ইসরায়েল অভিমুখে যাচ্ছিল।

তৃতীয় অভিযানটি চালানো হয় ভূমধ্যসাগরে। এসেক্স নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হুথির ক্ষেপণাস্ত্র বাহিনী। 

৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে অভিযান শুরু করে হুথি। সেই সময় থেকেই তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর