২৫ মে, ২০২৪ ১৬:৪৮

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

অনলাইন ডেস্ক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানেস। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি এই আহ্বান জানান। 

শনিবার আলবানেস বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রুলিং অমান্য করে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহয় হামলার বিস্তৃত বাড়িয়েছে ইসরায়েল। 

আলবানেসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নিলে ইসরায়েল কোনোভাবেই এই মাতলামি ও নৃশংসতা বন্ধ করবে না। সুতরাং ইসরায়েলের ওপর অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে। দেশটির অস্ত্র আমদানিও নিষিদ্ধ করতে হবে। সেই সাথে তেল আবিবের সাধে সবধরনের কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করতে হবে। 

গাজায় ইসরায়েলের এমন নারকীয় হামলার বিষয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশলও উদ্বেগ জানিয়েছে। তারা বলেছে, অচিরেই রাহায় গণহত্যামূলক ইসরায়েলি কার্যক্রম বন্ধ করতে হবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর