৩০ মে, ২০২৪ ১৪:০৮

জাতিসংঘে রাইসির শ্রদ্ধানুষ্ঠান বর্জন করবে যুক্তরাষ্ট্র?

অনলাইন ডেস্ক

জাতিসংঘে রাইসির শ্রদ্ধানুষ্ঠান বর্জন করবে যুক্তরাষ্ট্র?

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি স্মরণে পালন করা নীরবতায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র।

তবে এবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত রাইসির প্রতি শ্রদ্ধা জানাতে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান বয়কটের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। 

দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা।

কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি দায়িত্বরত অবস্থায় মারা যান, তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব সদস্য দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন। জাতিসংঘে আজকের অনুষ্ঠানে রাইসিকে স্মরণ করে বিভিন্ন দেশের প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কোনোভাবেই আমরা এ আয়োজনে অংশ নেব না।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর