বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আর নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে। এবার ডেমোক্র্যাটদের হয়ে প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস। এরইমধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জোরেশোরে প্রচারও শুরু করেছেন কমলা।
বিভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে কমলা হ্যারিসের জনপ্রিয়তাও তরতর করে বাড়ছে। ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন তিনি।
কমলা হ্যারিসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ভোটারদের মধ্যে রীতিমতো সাড়া পড়েছে। ইউরোপের গণতান্ত্রিক কর্মীরা এমনটাই দাবি করেছেন।
বিদেশে ডেমোক্রেটিক পার্টির পক্ষে কাজ করা সংস্থা ডেমোক্র্যাটস অ্যাব্রোডের (ডিএ) মুখপাত্র অ্যামি পোর্টার একে ‘আশ্চর্যজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, পর্যবেক্ষণে দেখা গেছে অসংখ্য নতুন ভোটার নিজের নাম নিবন্ধন করেছেন। অনেকেই প্রচারণায় সহায়তা করতে স্বেচ্ছাসেবীও হতে চেয়েছেন।
অ্যামি পোর্টার বলেন, স্থানীয় মানুষের পাশাপাশি ফ্রান্স ও অ-মার্কিন নাগরিকেরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা বলেছেন, কমলা হ্যারিসকে নির্বাচিত করতে সাহায্য করতে চান। এই ঘটনা অত্যন্ত বিরল।
বিডি প্রতিদিন/নাজমুল