যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক।
ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বিতর্কে যেতে ইচ্ছুক। পাশাপাশি ৪ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর বিতর্ক অনুষ্ঠানের যে প্রস্তাব দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স এবং এনবিসি, তাকেও সমর্থন করেছেন তিনি।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কমলা জানিয়েছেন, তিনি ১০ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন।
তবে এই দু’টি সংবাদমাধ্যমের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ সেপ্টেম্বরের বিতর্ক দেখার পর পরবর্তী বিতর্কের সূচি নতুন করে তৈরি করবেন তারা।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। শুরুর দিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ২১ জুলাই তিনি প্রার্থিতা প্রত্যাহারের পর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ