আগামীকাল সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এই সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আব্বাস গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মস্কোতে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল। তিনি জানান, মাহমুদ আব্বাস সোমবার বিকেলে মস্কোতে পৌঁছাবেন। পরদিন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
এই বৈঠকে দুই নেতা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার যে পরিস্থিতি বিরাজ করছে, সে বিষয়ে আলোচনা করবেন।
রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে হাফিজ নোফাল বলেন, ‘আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। (চলমান পরিস্থিতিতে) আমাদের পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করা দরকার।’
রাশিয়া মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেছেন পুতিন। কিন্তু ইসরায়েল-হামাস যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার নিজেদের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শত্রু হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছেন পুতিন।
বিডি প্রতিদিন/নাজমুল