ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা রাষ্ট্র সমর্থিত ইসরায়েলের বাড়বাড়ন্ত বর্বরতাই বলে দিচ্ছে আসন্ন পতন এবং বিচ্ছিন্নতার কথা ভেবে তারা ভয়ে কাঁপছে।
নাসের কানানি তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছেন, ‘প্রতিটি জায়গায় এবং প্রতিটি সময়ে ফিলিস্তিনিদের গণ ও ভয়ঙ্কর হত্যাকাণ্ড ইহুদিবাদী শাসনের সন্ত্রাসী প্রকৃতি এবং এই নিষ্ঠুর শাসনের অমানবিক সমর্থকদের আসল চেহারা দেখিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, ইসরায়েলের বর্ধমান বর্বরতা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের মানবাধিকার স্লোগান যে স্রেফ ভণ্ডামি তা সারা বিশ্বের সামনে প্রকাশ করে দিচ্ছে।
ইরানের মুখপাত্র গাজায় পূর্বে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য একটি স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক নৃশংস হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন। এই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা শহরের আল-দারাজ পাড়ায় আল-তাবিইন স্কুলে বোমা হামলা চালায়। এতে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন এবং অনেকে আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল