মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন। সিবিএস নিউজ সানডে মর্নিং প্রোগ্রামে দেওয়া এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমাদের দলীয় জরিপগুলোতে দেখা গেছে যে, এটি একটি খুব কাছাকাছি প্রতিযোগিতা হবে... কিন্তু আমার ডেমোক্রেটিক সহকর্মীরা মনে করেছিলেন যে, আমার প্রতিদ্বন্দ্বিতা তাদের জন্য ক্ষতিকারক হতে পারে।’
৮১ বছর বয়সী বাইডেন বলেন, গণতন্ত্র রক্ষা এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করাই তার প্রধান লক্ষ্য ছিল। বাইডেন বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট হিসেবে দেশের প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ট্রাম্পকে পরাজিত করা।’
জুলাই মাসে পুনঃনির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন করেছেন। এই সিদ্ধান্তের পর ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর আগে, জুন মাসে বিতর্কের সময় বাইডেনের কথা বলার ধরণ এবং ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, যা তার প্রার্থিতা নিয়ে উদ্বেগ বাড়ায়। তবে, হ্যারিসের নির্বাচনী প্রচারণায় যোগদানের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে বাইডেন ডেমোক্রেটিক পার্টির একতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্র রক্ষায় তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল