ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে গত মাসে হত্যা করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ি করেছে ইরান। এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, হানিয়া হত্যার প্রতিশোধ ইরান হিসেব নিকেশ করে জোরালোভাবেই নেবে। তাদেরকে তাদের পাওনা কড়ায়গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে।
ইরাকের আল-নুজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল-আসাদি একটি সাক্ষাত্কারে এই বিবৃতি দিয়েছেন।
আসাদি বলেছেন, ‘ইরান এমন এক দেশ যারা সুদে আসলে শক্তিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল।’ আসাদি বলেন, ‘ইরানের প্রতিক্রিয়া তার ভূখণ্ডে যেমন আগ্রাসন ঘটেছে তার সমানুপাতিক হবে, এবং তাই এটি একইভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায়।’
এই ইরাকি প্রতিরোধ নেতা আরও বলেছেন, ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না। কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করছে। তিনি সাফ জানিয়েছেন, ইসমাইল হানিয়াহ এবং ফুয়াদ শুকরের হত্যার প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে।
ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন আসাদি।
বিডি প্রতিদিন/নাজমুল