সুইডেন নিশ্চিত করেছে, তারা আফ্রিকার বাইরে এমপক্স ভাইরাসের আরও বিপজ্জনক স্ট্রেনের প্রথম কেস শনাক্ত করেছে।
স্বাস্থ্য ও সমাজ বিষয়ক মন্ত্রী জ্যাকব ফোর্সমেড বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, সুইডেনে এমপক্স ভাইরাসের ক্লেড ১ নামে পরিচিত একটি মারাত্মক ধরন শনাক্ত করা হয়েছে।
সুইডেন জানিয়েছে, তাদের দেশে প্রথমবারের মতো এমপক্সের ক্লেড ১ স্ট্রেনের কেস পাওয়া গেছে, যা ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাসটির অন্যান্য রূপের তুলনায় বেশি বিপজ্জনক।
বিডিপ্রতিদিন/কবিরুল