ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলা ভণ্ডুল করার দাবি করে রাশিয়া বলেছে, তারা ১২টি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে ক্রিমিয়া সেতুর ওপর হামলার চেষ্টা চালানো হয়েছিল। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন নির্মিত ১২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে সেতুটি নির্মিত হয়েছিল।
এদিকে দোনেৎস্কে রুশ হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। রুশ বাহিনী ওই অঞ্চলের পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে।
অন্যদিকে সেরহিইভকা গ্রামের দখল নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সেরহিইভকা গ্রামের ওপর নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল