ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবইয়ান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন সরকারি সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
শুক্রবার মুদিয়াহ জেলায় একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর একটি সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানান দক্ষিণের ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব।
আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (AQAP) এই হামলার দায় স্বীকার করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ইয়েমেনে এসটিসি-সংশ্লিষ্ট বাহিনীগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।
এপ্রিল মাসে, AQAP ঘোষণা করেছিল, তাদের নেতা খালিদ বাতারফি মারা গেছেন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন সাদ আল-আউলাকি। ইয়েমেনের দীর্ঘমেয়াদী সংঘাতকে কাজে লাগিয়ে এ গোষ্ঠী তাদের প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল