৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২৭

পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি নিহত: সীমান্ত ক্রসিং বন্ধ

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি নিহত: সীমান্ত ক্রসিং বন্ধ

ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান সীমান্তের অ্যালেনবি সেতু ক্রসিংয়ে রবিবার বন্দুকধারীর গুলিতে তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামলাকারী জর্ডানের আল-কারামেহ শহর থেকে ট্রাক নিয়ে সীমান্তে আসেন এবং প্রহরীদের লক্ষ্য করে গুলি চালান।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। ট্রাকে কোনো বিস্ফোরক ছিল কি না, তা তল্লাশি করে দেখা হয়েছে। ঘটনার পরপরই ওই ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।

জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলার তদন্ত করছে। ঘটনাস্থলটি এমন একটি এলাকা, যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে থাকে। জর্ডানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ঘটনার সময় ইসরায়েলের সেনাবাহিনী জর্ডানের অন্তত দুই ডজন ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই হামলার পর জর্ডানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যালেনবি সেতু, যা বাদশা হোসেইন সেতু নামেও পরিচিত, এটি পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে একমাত্র বৈধ পারাপারের পথ। এটি এমন একটি জায়গা, যা ইসরায়েলের ভূখণ্ডের মধ্য দিয়ে না গিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে সরাসরি জর্ডানকে সংযুক্ত করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে 'ইসরায়েলের জন্য একটি কঠিন দিন' হিসেবে উল্লেখ করেছেন। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

যদিও হামাস এই হামলার দায় স্বীকার করেনি, তবে এটিকে গাজার যুদ্ধের ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলার পর পশ্চিম তীরে ৬০০ এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই একই সময়ে অন্তত ১৮ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। তবে ১১ আগস্টের পর থেকে নিহতদের সংখ্যা এই পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

পশ্চিম তীরের জেনিন শহরের বৃহত্তম উদ্বাস্তু শিবির থেকে সম্প্রতি ইসরায়েল তাদের নয় দিনের সামরিক অভিযান সমাপ্ত করে সেনা প্রত্যাহার করেছে। জেনিন শহরটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর