ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার দায়ে ইসরায়েলি এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ইরানের কৌশলে পা দিয়ে অভিযুক্ত ব্যক্তি নেতানিয়াহুকে হত্যার জন্য তেহরান থেকে তাকে অর্থ দেয়া হয়েছিল। খবর বিবিসির।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী এবং তিনি তুরস্কে বসবাস করতেন। সেখান থেকেই তিনি ইরানে গিয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ডমেস্ট্রিক গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার পরিকল্পনা করে।
এডি ইরান থেকে তুরস্কে যেতে পারবেন না, জানার পর ইসরায়েলি ওই ব্যবসায়ী নিজেই ইরানে যান। সেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ‘হজ’ এবং এডির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে এই অপারেশন পরিচালনার জন্য ১০ লাখ ডলার দেয়ার কথা বলা হয়।
তবে ওই ব্যবসায়ী তার পরিকল্পনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পেরেছিলেন কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি শিন বেট। তবে সংস্থাটি দাবি করেছে, ইরান এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। এর অর্থ হলো, এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর হুমকি শেষ হয়ে গেছে বিষয়টি এমন নয়।
বিডি-প্রতিদিন/শআ