বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনেই যুক্তরাজ্যে ঢুকল সাত শতাধিক অভিবাসী। শনিবার তারা দেশটিতে প্রবেশ করে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ৭০৭ জন অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে বলে ব্রিটেনের স্বারাষ্ট্র দফতর জানিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এটিই চলতি বছর একদিনে ইংলিশ চ্যানেল পাড়ির চতুর্থ সর্বোচ্চ সংখ্যা।
প্রতিবেদনে আরও বলা হয, সর্বশেষ এই পরিসংখ্যানসহ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চলতি বছর যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা এখন ২৪ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে। এর আগে গত ১৮ জুন এক দিনে সর্বোচ্চ ৮৮২ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
গত জুলাই মাসে লেবার পার্টি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ১০ হাজারেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাত্রা করেছেন। ব্রিটিশ সরকার বলেছে, তারা এই ধরনের ক্রসিং বন্ধ করার জন্য অগ্রগতি করছে এবং সাবেক পুলিশ প্রধান মার্টিন হিউইটকে নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ডার হিসেবে নিয়োগ করেছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন, ছোট নৌকায় করে চ্যানেল পারাপার বন্ধ করার জন্য সরকার ইউরোপীয় পুলিশ বাহিনীর সাথে কাজ করবে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ