লেবাননে দুই দফা ডিভাইস বিস্ফোরণের পর ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) তাদের সদস্যদের সব ধরনের যোগাযোগ ডিভাইস পরিহার করার নির্দেশ দিয়েছে।
একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্মীদের ব্যবহৃত সব ধরনের ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বড় অভিযান শুরু করেছে আইআরজিসি। ইরানের নিরাপত্তাবাহিনীর বেশিরভাগ ডিভাইসই তাদের নিজে দেশে তৈরি, কিংবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা।
আইআরজিসির ভেতর ইসরায়েলের বেতনভুক্ত এজেন্ট থাকতে পারে এমনটাই সন্দেহ করা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে। এই তদন্তের আওতায় সবার ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস ও পরিবারের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হবে।
লেবাননের জোড়া বিস্ফোরণের পর ইরানেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তদন্ত করতে আইআরজিসি কর্মকর্তারা হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বেশ কয়েকটি বিস্ফোরিত ডিভাইস পরীক্ষা-নিরীক্ষার জন্য তেহরানে আনার ব্যবস্থা করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল