নিজেদের ১৫ হাজার নাগরিককে লেবাননের রাজধানী বৈরুত ত্যাগ করার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। হঠাৎ করেই বৈরুত বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে। আর সেকারণেই নিজেদের মানুষদের সরিয়ে নিতে চায় অস্ট্রেলিয়া।
বুধবারেও ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৭২ জন নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, তারা লেবাননে স্থল অভিযানও চালাতে পারে।
এদিকে ব্রিটেন লেবানন থেকে তাদের সেনাদের সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। সেখানে দুটি রয়েল নৌজাহাজ যোগ দিয়েছে। লেবাননে থাকা ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে এই জাহাজ কাজ করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও জানিয়েছেন, পানি পথেই লেবানন থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের সরিয়ে নেয়া হতে পারে।
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেয়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, বৈরুতের বিমানবন্দর দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এজন্য অস্ট্রেলিয়ানদের উচিত দ্রুত লেবানন ত্যাগ করা।
তিনি আরও বলেন, ব্রিটিশ প্রতিপক্ষের সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় আলোচনা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল