আগামী ৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সে হিসেবে নির্বাচনের প্রচার শেষ হতে বাকি আর মাত্র একদিন। সোমবারই শেষ হবে প্রচারণা। তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। তারা ক্লান্তিহীনভাবে ছুটছেন ভোটারদের কাছে।
এদিকে, ‘ইলেকশন ডে’ যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারদের আগাম ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে। ইতোমধ্যে, বেশির ভাগ অঙ্গরাজ্যে ৭৫ মিলিয়ন (৭ কোটি ৫০ লাখ) ভোটার তাদের রায় অর্থাৎ ভোট দিয়ে ফেলেছেন।
যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মোট জনসংখ্যা ২৩ কোটির বেশি। তবে নিবন্ধিত ভোটার প্রায় ১৬ কোটি। নিবন্ধিত ভোটারের সবাই আবার ভোট দেন না। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত ১০০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ