নর্থ ক্যারোলিনার গ্রিনসবরো শহরে শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এই রাজ্যটি ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছিল।
সমাবেশে প্রায় ৯০ মিনিটের ভাষণে ট্রাম্প ‘আমেরিকানদের স্বপ্ন’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, যে কোনো দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ আমি করেছি। তিনি তার ভাষণে ‘ভুয়া সংবাদ (ফেক নিউজ)’ নিয়ে সমালোচনা করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন।
এসময় ট্রাম্প বলেন, ‘আমেরিকা এখন একটি অধিকৃত দেশ’ এবং আসন্ন নির্বাচনকে ‘মুক্তির দিন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যদি তিনি আবার ক্ষমতায় আসেন, তাহলে মুদ্রাস্ফীতি দ্রুত কমানোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ‘কমলার আমেরিকান জ্বালানির বিরুদ্ধে যুদ্ধ’ বন্ধ করবেন। তার ভাষায়, ‘আমরা জ্বালানি উত্তোলন করবো।’
এরপর জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, যখন আপনি অনেক এগিয়ে থাকেন, তখনও একটু ব্যবধানে হেরে যেতে পারেন। তিনি জনতাকে বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ এখন আপনার হাতে। আপনি কমলাকে জানাবেন যে, আপনাদের ধৈর্য শেষ, আপনি (কমলা) দেশের ক্ষতি করেছেন। কমলা, আপনি বরখাস্ত।
এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প তার নির্বাচনী প্রচারনায় জনগণের মধ্যে উদ্দীপনা সঞ্চার করতে চান এবং আবারও মার্কিন নেতৃত্বে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে দাবি করেন। সূত্র : বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল