গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি অত্যন্ত ঘনিয়ে এসেছে বলে সতর্ক করেছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের স্বাধীন কমিটি 'ফ্যামিন রিভিউ কমিটি' (এফআরসি)। শুক্রবার এ কমিটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি, নতুবা বিপর্যয় অনিবার্য।
ইসরায়েল দাবি করছে, তারা ওই অঞ্চলে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে। তবে, ফ্যামিন রিভিউ কমিটির মতে, জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, গাজা ইতোমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানবিক সহায়তা বাড়ানোর নির্দেশ দিলেও কার্যকর পদক্ষেপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলের সামরিক অবরোধের কারণে গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ কমে গেছে। জাতিসংঘের হিসেবে, বর্তমানে গাজার উত্তরে ৭৫,০০০ থেকে ৯৫,০০০ মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
দুর্ভিক্ষের পরিস্থিতি অত্যন্ত তীব্র হয়ে উঠেছে সতর্ক করে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা পরিস্থিতি উন্নয়নে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যথায় মানবিক বিপর্যয় আরো গভীর হতে পারে বলে উল্লেখ করেছে তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল