কাশ্মীরের কিশতওয়ার জেলায় অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন সেনা সদস্য আহত হয়েছেন।
শনিবার কিশতওয়ারের ভারত রিজ এলাকায় অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন ১৬ কর্পসের জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নাইব সুবেদার রাকেশ কুমার। অভিযানের সময় তিনি অস্ত্রধারীদের সঙ্গে সংঘাতে নিহত হন। সেনাবাহিনীর ১৬ কর্পসের প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানানো হয়।
নাইব সুবেদার রাকেশ কুমার ছিলেন ২ প্যারা (এসএফ) বাহিনীর সদস্য। এই ঘটনায় তিনজন সেনা সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল