কানাডা এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিষয়ে কড়া বার্তা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে তার দেশ।
এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো জানিয়েছেন, 'আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি কানাডা। আর সেই আদালতের সব নিয়ম ও সিদ্ধান্ত মেনে চলবে তার দেশ। তিনি বলেন, 'কানাডিয়ান হিসেবে এটি আমাদের কর্তব্য।'
ট্রুডো আরও বলেন, এ যুদ্ধের সমাধানে আরও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডস-ভিত্তিক আদালতটি এক আদেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালানোর জন্য হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিডি প্রতিদিন/নাজমুল