আবারও ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।
দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
লারিজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান।
বিভিন্ন ঘটনার জেরে গত ১ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। এর প্রতিক্রিয়ায় ২৬ অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। সেই হামলার জবাব দিতেই ইরান আবারও ইসরায়েলের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন লারিজানি।
তিনি বলেন, “ইরানি সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন।” সূত্র: রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল, মিডল ইস্ট মনিটর, তাসনিম নিউজ
বিডি প্রতিদিন/একেএ