নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল পারমাণবিক আঘাতের চেয়েও বেশি ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা বর্তমান মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার আমেরিকান নিউজম্যাক্সের সাথে এক সাক্ষাৎকারে তিনি দৃঢ়ভাবে ভবিষ্যদ্বাণী করেছেন, লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা তীব্রভাবে বৃদ্ধি পাবে। কারণ স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মৃতদেহ খুঁজতে কুকুর মোতায়েন করছে।
ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি এটা পারমাণবিক অস্ত্রের আঘাতের চেয়েও বড় ক্ষতি। আমি এর আগে কখনও এমন কিছু দেখিনি। মাইলের পর মাইল বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই দাঁড়িয়ে নেই।”
গত সপ্তাহে শুরু হওয়া ভয়াবহ দাবানল শুষ্ক মরু বাতাস বহনকারী হারিকেনের কারণে ছড়িয়ে পড়েছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার অনুসারে, তখন থেকে কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন।
তবে, ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে প্রকৃত মৃত্যুর সংখ্যা দুই ডজন নিশ্চিত মৃত্যুর চেয়েও বেশি হতে পারে।
ট্রাম্প বলেন, “তারা অনেক মৃতদেহ খুঁজে পাবে। কেবল কুকুরই তাদের খুঁজে পাবে, তাই না? জার্মান শেফার্ডরা পাবে। তারা তাৎক্ষণিকভাবে ছাই তুলে নিতে পারে। এটা আশ্চর্যজনক। কিন্তু আমরা অনেক মৃতদেহ খুঁজে পাব।”
বিডি প্রতিদিন/নাজমুল