বলিউড অভিনেতা সাইফ আলী খানকে নিজ বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় এবার নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারকে এক হাত নিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি বলেছেন, ‘এত বড় অভিনেতা, যিনি এত নিরাপদ জায়গায় থাকেন, তার বাড়িতেই আক্রমণ করা হচ্ছে। এটা উদ্বেগের বিষয়। সরকার যদি এত বড় সেলিব্রিটিদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের কী হবে? ডাবল ইঞ্জিন সরকার না পারে সুশাসন, না পারে জনগণকে নিরাপত্তা দিতে।’
বৃহস্পতিবার এক ভাষণে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কেজরিওয়াল। খবর ইন্ডিয়া টুডের।
গুজরাটের সবরমতী জেলেবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কথা উল্লেখ করে আম আদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, গুজরাটের জেলে বসে থাকা একজন গ্যাংস্টার নির্ভীকভাবে কাজ করছে। মনে হচ্ছে তাকে সুরক্ষিত রাখা হচ্ছে। গত বছর সালমান খানের বাসভবনে হামলা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যার সঙ্গে বিষ্ণোই গ্যাং জড়িত বলে অভিযুক্ত।
রাজ্য ও কেন্দ্রীয় সরকার সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, নোংরা রাজনীতি বন্ধ করে জনগণকে নিরাপত্তা প্রদানের জন্য কাজ করতে আমি কেন্দ্রের কাছে আহ্বান জানাচ্ছি।
এর আগে, কেজরিওয়াল সাইফ আলী খানের ছুরিকাঘাতের বিষয়ে টুইট করেন। তিনি তাতে লেখেন, তিনি সাইফ আলী খানের ওপর হামলার কথা শুনে হতবাক হয়েছেন।
এদিকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। তবে তিনি সাইফকে ছুরিকাঘাত করেছেন কি না বা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাওয়া ব্যক্তিই কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক