মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক বাস্তবায়ন নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
৪২ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দী ও জিম্মি বিনিময়ের মূল চুক্তির শর্তাবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে নেতানিয়াহু জানিয়েছিলেন গাজা যুদ্ধবিরতির বিষয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা করতে রাজি আছে তার দেশ।
বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি সেখানে মার্কিন নেতাদের সাথে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম পর্যায়ে এরই মধ্যে বেশ কয়েক জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলও এরইমধ্যে কয়েকশ' ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল