গাজায় যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে তারা নতুন করে ‘গণহত্যা’ শুরু করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার।
আঙ্কারায় মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল লাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য রাখছিলেন হাকান ফিদান। সেখানে তিনি বলেন, হামাসের রাজনৈতিক শাখার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে রবিবার কাতারের রাজধানী দোহা’য় মিটিং করেছেন। হাকান ফিদানের ভাষায়- যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই হামাসের দিক থেকে। কিন্তু ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর নেতানিয়াহু সরকার কী রকম আচরণ করবে তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন আছে। নেতানিয়াহু যেন নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুর্কি এই কূটনীতিক।
তিনি বলেন, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য গাজায় ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েল।
অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ‘ঝেরেমুছে’ দেওয়ার যে পরামর্শ ট্রাম্প দিয়েছেন তা তুরস্ক জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে। তিনি নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় কার্যকর হওয়ার পর মুক্ত ফিলিস্তিনিদের মধ্য থেকে ১৫ জন তুরস্কে পৌঁছেছেন। সূত্র: ডেইলি সাবাহ
বিডি প্রতিদিন/একেএ