ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি ১১ মাস বয়সী শিশু চিতা বাঘ টেনে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে।
পুনের দৌন্ড তহসিলের দাহিথানে গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, খামারে অস্থায়ীভাবে বসবাসকারী রাখাল পরিবারের ১১ মাস বয়সী শিশুপুত্র আনভিত ভিসে চিতাবাঘের আক্রমণের শিকার হয়। আনভিতের মা জানিয়েছেন, ৩০ এপ্রিল ভোরে তিনি চিতাবাঘটিকে তার সন্তানকে টেনে নিয়ে যেতে দেখেছিলেন। তবে বন কর্মকর্তারা সন্দেহ করছেন যে এটি একটি ভুয়া দাবি হতে পারে। কারণ, অনুসন্ধান অভিযানের দীর্ঘ সময় ধরে চিতাবাঘের আক্রমণের কোনও চিহ্ন পাওয়া যায়নি।
পুনে বন বিভাগের সহকারী বন সংরক্ষক দীপক পাওয়ার বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০ হেক্টর এলাকা খোলা মাঠে চাষের আওতায় আছে যেখানে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চিতাবাঘটি যখন শিশুপুত্রটিকে টেনে নিয়ে যায় তখন রাখাল পরিবার খোলা মাঠে ঘুমাচ্ছিল। মা দাবি করেছেন, যে তিনি চিতাবাঘটিকে তার শিশুপুত্রকে টেনে নিয়ে যেতে দেখেছেন। সেই অনুযায়ী, আমরা এই এলাকায় তদন্ত শুরু করেছি। এই অনুসন্ধান অভিযানের অংশ হিসেবে সকাল থেকে প্রায় ১০০ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। একটি ক্যানাইন স্কোয়াড এবং থার্মাল ড্রোনও মোতায়েন করা হয়েছে। কিন্তু আমরা এখনও চিতাবাঘের আক্রমণের কোনও চিহ্ন পাইনি। তাই, আক্রমণের বিষয়টি নিশ্চিত করা আমাদের পক্ষে কঠিন। তদন্ত এখনও চলছে এবং আমাদের কর্মীরা গ্রামে তল্লাশি চালাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল