গাজার নুসাইরাত শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের শিশু সংগীতশিল্পী হাসান আয়াদ। মিষ্টি কণ্ঠের এই শিশুশিল্পী ৫ মে নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ক্রনিকল।
ক্রনিকল এর খবর অনুযায়ী, দেশটির ছিটমহলের অধিবাসী ছিল হাসান আয়াদ। গত সোমবার ভোর থেকে সেখানে ইসরায়েলের হামলায় নিহত হন ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি; তাদের মধ্যে একজন ছিল এই শিশুশিল্পী। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গাজার শিল্প-সংস্কৃতি অঙ্গনে। আয়াদের মৃত্যুর খবরে আকাশ ভেঙে পড়েছে তার বাবার মাথায়। সন্তানের মৃত্যুর কথা শুনতে হবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। সন্তান হারিয়ে নিস্তব্ধ হাসান আয়াদের বাবা। কপাল চাপরে চাপরে শুধু কেঁদে চলেছেন তিনি।
হাসান আয়াদের মৃত্যুতে ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘হাসান আয়াদ, যে শিশুটি আমাকে গাজা থেকে একটি গান উৎসর্গ করেছিল, সে আজ শহীদ হয়েছে। তার মিষ্টি, হৃদয়বিদারক কণ্ঠ জিরো ডিসটেন্স চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল।’
গাজার দুঃখ-যন্ত্রণার কথা, ফিলিস্তিনের বঞ্চনার গল্প হাসান আয়াদের গানে ফুটে উঠত। তাতে ছিল মানুষকে উদ্বুদ্ধ করার মত ক্ষমতা। দিনের পর দিন গাজাকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে সেখান থেকেই সকলকে ভয় কাটিয়ে বেরিয়ে আসতে অনুপ্রেরণা দিয়েছিল সেই ছেলেটি। শিশু শিল্পী হিসেবে সে দেশে দারুণ জনপ্রিয় ছিল আয়াদ।
বিডি প্রতিদিন/জামশেদ