ভারতের পাঞ্জাবের অমৃতসর জেলায় ভেজাল মদপানে বিষক্রিয়ায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। খবর ইন্ডিয়া টুডের।
অমৃতসর জেলার এসএসপি মনিন্দর সিংহ বলেন, গতকাল রাত ৯টা ৩০ মিনিট নাগাদ খবর পাই যে ভেজাল মদ পান করে একের পর এক লোক মারা যাচ্ছেন। আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেই এবং চারজনকে আটক করি। মূল সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, তদন্তের সময় এই চক্রের মূল মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করা হয়েছে। পাঞ্জাব সরকার আমাদের কড়া নির্দেশ দিয়েছে- ভেজাল মদের কারবারিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
অমৃতসর জেলার ডেপুটি কমিশনার সাক্ষী সাওহনি বলেন, মজীঠায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। অন্তত পাঁচটি গ্রামে ভেজাল মদ খেয়ে অসুস্থ হওয়ার খবর গতকাল রাতেই আমরা জানতে পারি। আমরা নিশ্চিত করে বলতে চাচ্ছি মৃত্যু সংখ্যা আর বাড়বে না।
বিডি-প্রতিদিন/শআ