ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি জাতীয় গর্ব ও গৌরবের বিষয় হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানি জনগণ সহজেই সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না।
সিবিএস নিউজের সাথে এক সাক্ষাৎকারে আরাঘচি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন সামরিক আগ্রাসনের পরের পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেছেন।
আরাঘচি বলেন, আমি মনে করি না যে (যুক্তরাষ্ট্রের সাথে) আলোচনা এতো তাড়াতাড়ি পুনরায় শুরু হবে।
আরাঘচি বলেছেন, পুনরায় আলোচনায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে আমেরিকা আলোচনার সময় আমাদের লক্ষ্য করে সামরিক আক্রমণে চালানোর নীতিতে ফিরে যাবে না। আমি মনে করি এই সমস্ত বিবেচনার জন্য আমাদের এখনও আরও সময় প্রয়োজন।
আরাঘচি আরও বলেন, কূটনীতির দরজা কখনও বন্ধ হবে না।
ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে আরাঘচি বলেন, বোমা হামলার মাধ্যমে সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে কেউ ধ্বংস করতে পারে না। যদি আমাদের পক্ষ থেকে এই ইচ্ছাশক্তি থাকে এবং এই শিল্পে আবারও অগ্রগতির জন্য এই ইচ্ছাশক্তি বিদ্যমান থাকে, তাহলে আমরা দ্রুত ক্ষতিপূরণ করতে এবং হারিয়ে যাওয়া সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হব।
বিডি প্রতিদিন/নাজমুল