রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ৩ থেকে ৪ মিটার (১০–১৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানান, এটি এ অঞ্চলে সাম্প্রতিক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি কিন্ডারগার্টেন (শিশু বিদ্যালয়) রয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল অগভীর এবং কামচাটকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে এর উৎপত্তি।
ভূমিকম্পের পর রাশিয়া, জাপান, তাইওয়ান এবং হাওয়াইয়ের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানে কিছু এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির সম্ভাবনার কথা জানিয়ে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। রাশিয়ার শাখালিন অঞ্চলের গভর্নর সেভেরো-কুরিলস্ক শহরের বাসিন্দাদের সরাসরি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, কামচাটকা ও রাশিয়ার দূর-পূর্বাঞ্চল প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত। অঞ্চলটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গিরণের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটে থাকে।
বিডিপ্রতিদিন/কবিরুল