রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘সকল প্রচেষ্টা’কে সমর্থন করে চীন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত হওয়ার পর এ কথা জানাল চীন।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন সর্বদা বিশ্বাস করে সংলাপ ও আলোচনাই ইউক্রেন সংকটের একমাত্র সমাধান।’
তিনি বলেন, ‘আমরা শান্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি।’
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ বন্ধে ভলোদিমিরি জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে সোমবার দিনভর কয়েক দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার যুদ্ধ থামানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে রাজি হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত