ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক ফোনালাপে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন।
ওয়াশিংটনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তেহরান ও কারাকাস সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। উভয় দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি।
মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তাদের অভিন্ন অবস্থানের কারণে ইরান ও ভেনেজুয়েলা কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে। সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মার্কিন হুমকি এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কড়া সমালোচনা করে ইরান। পেজেশকিয়ানের এই মন্তব্য তারই ধারাবাহিকতা।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ মোকাবিলায় ইরানের দৃঢ়তা এসেছে জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ সংহতি থেকে। তিনি আরও বলেন, এই ধরনের সংহতি একটি দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করে।
মাদুরোও একই ধরনের মনোভাব প্রকাশ করে বলেন, ভেনেজুয়েলার শক্তি নিহিত রয়েছে সরকার, জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক অনন্য সংহতিতে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে এবং মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। মাদুরো আরও দাবি করেন, ৮ মিলিয়নেরও বেশি ভেনেজুয়েলার জনগণ বিদেশি আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত।
বিডি প্রতিদিন/নাজমুল