পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুরাম জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সহযোগী গোষ্ঠী ‘ফিতনা আল খাওয়ারেজ’-এর সাত সন্ত্রাসীও নিহত হয়েছে। এখনও এলাকাটিতে অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়েছে।
নিহত সেনা সদস্যরা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), মুহাম্মদ ওয়ালিদ (২৩) এবং মুহাম্মদ শাহবাজ (৩২)।
বিবৃতিতে বলা হয়, পার্শ্ববর্তী দেশের সহায়তায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা কুরাম অঞ্চলে তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালালে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় অতিরিক্ত বাহিনী যোগ দেওয়ার আগেই ছয় সেনা সদস্য প্রাণ হারান।
আইএসপিআর আরও জানায়, কুরাম জেলাকে সন্ত্রাসমুক্ত করতে নিরাপত্তা বাহিনী বৃহৎ পরিসরে অভিযান চালাচ্ছে।
এ দিকে, সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ‘দেশের জন্য তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে।’
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি-প্রতিদিন/আশফাক