অত্যাধুনিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তৈরি করেছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গত সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত ইভিএম থেকে এই যন্ত্রটি অধিক নিরাপদ ও কার্যকর বলে দাবি করেছেন উদ্ভাবকরা।
উদ্ভাবক দলের একজন মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র প্রশান্ত ভট্টাচার্য জানান, তাদের উদ্ভাবিত ইভিএম ব্যবহার করে ভোট দেওয়া সম্পূর্ণ নিরাপদ। এ যন্ত্রটি জাল ভোট দেওয়ার চেষ্টা শনাক্তের পাশাপাশি আলাদা তিনটি সার্ভারে তথ্য সরবরাহ করবে। অনলাইন ও অফ লাইনে ব্যবহারযোগ্য এই ইভিএম যন্ত্রটি কেউ ছিনিয়ে নিলেও ভোট গণনায় কোনো ব্যাঘাত ঘটবে না। যে তিনটি সার্ভারে যন্ত্রটি তথ্য সরবরাহ করবে তার যে কোনো একটি থেকে ভোটের তথ্য পাওয়া যাবে। চার্জ ছাড়াও ইভিএমটি দুই দিন চালানো সম্ভব হবে। উদ্ভাবকরা আরও জানান, ইভিএম চুরি বা ছিনতাই হলে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রটি তার অবস্থানের জানান দেবে। ফলে এটি উদ্ধার করাও সহজ হবে। নির্বাচন কমিশন অনুমতি দিলে ইভিএমটিতে আরও নতুন কিছু সুবিধা সংযোজন করা যাবে বলে জানিয়েছেন উদ্ভাবক প্রশান্ত ভট্টাচার্য। ইভিএম তৈরি প্রকল্পের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সৈয়দ রেজওয়ানুল হক নাবিল। নাবিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ড্রোন আবিষ্কার করেছিলেন। সৈয়দ রেজওয়ানুল হক নাবিল বলেন, মাত্র ৫ হাজার টাকা হলেই এই মেশিন তৈরি করা যায়। ইভিএমে ভোটারদের আঙ্গুলের ছাপ, চেহারা শনাক্ত, ডিজিটাল আইডি কার্ড ব্যবহারসহ আরও কিছু সুবিধা সংযুক্ত করা যাবে।
শিরোনাম
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
আধুনিক ভোটিং মেশিন তৈরি করল শিক্ষার্থীরা
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর