ইতালির দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপের নিকটে সোমবার অবৈধ অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপেক্ষ ১৪ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো ২শ'র মতো যাত্রী নিখোঁজ আছেন। সংবাদ সংস্থা সিনহুয়া আজ এ খবর জানিয়েছে।
ইতালিতে অভিবাসনে প্রত্যাশী ৪ শ'র মতো অবৈধ দক্ষিণ আফ্রিকান নাগরিক নিয়ে নৌকাটি ডুবে যায়। ইতালির দক্ষিণাঞ্চলীয় লামপেদুসা দ্বীপের ১৮৫ কিলোমিটার দক্ষিণে নৌকাডুবির ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়। ২১৫ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে লামপেদুসা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বন্দরের অধিনায়ক বলেন, আমরা এখনো জানি না নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল। তবে উদ্ধার হওয়া যাত্রীরা নৌকাটিতে কয়েক শ' যাত্রী ছিল বলে জানিয়েছে।
তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থলে আছি এবং বাকীদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছি।