ভারতের রাজধানী নয়াদিল্লি এবং বাণিজ্য নগরী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করল দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গতকাল এনআইএ-এর তরফে ওই দুই রাজ্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও এই সতর্কবার্তা পাঠিয়ে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। সম্প্রতি এনআইএ-এর তরফে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে কিছু সন্দেহভাজন সন্ত্রাসী এ দুই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা করতে পারে। এনআইএন-এর আশঙ্কা ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর মতো সন্ত্রাসী গোষ্ঠী লোটাস টেম্পল, কুতুব মিনার, আনন্দ বিহারসহ দর্শনীয়স্থান যেখানে জনসমাগম হয় সেসব স্থানগুলো আক্রমণের জন্য বেছে নিতে পারে। সন্ত্রাসীদের নিশানায় আছে দিল্লির অশোকা রোডে বিজেপি'র সদর দফতরও। তারপরেই এই দুই শহরে নিরাপত্তা কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে। এনআইএ সূত্রে খবর সদ্য সমাপ্ত ভারতের লোকসভা ভোটেও সন্ত্রাসী হানার ছক কষেছিল আইএম সন্ত্রাসী গোষ্ঠী। এপ্রিল মাসেই মুম্বাই এবং নয়াদিল্লি বিভিন্ন এলাকায় নাশকতার উদ্যেশ্যে খোঁজ খবর করে যায় ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্যরা। যদিও দেশটির গোয়েন্দা সংস্থার তৎপরতায় তা সম্ভব হয়নি। তাই নতুন করে হামলার ছক কষছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশের প্রধান শহরগুলোর রেলস্টেশন, ধর্মীয়স্থান, শপিংমলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে।