প্রয়াত সাবেক ব্রিটিশ রাজবধূ ও প্রিন্সেস ডায়ানার নিজের ব্যবহূত পোশাকগুলো ফের নিলামে উঠছে। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন আগামী ৫ ডিসেম্বর পোশাকগুলো নিলামে তুলবে। এর আগে ডায়ানার মৃত্যুর পর ১৯৯৭ সালে পোশাকগুলো নিলামে তোলা হয়েছিল।
ডায়ানার পোশাকগুলোর মধ্যে তার ব্যক্তিগত ডিজাইনার ও ঘনিষ্ঠ বন্ধু ক্যাথেরিন ওয়াকারের ডিজাইন করা পোশাকও রয়েছে। ওই পোশাকটির জন্য ৬০ হাজার থেকে এক লাখ ডলার মূল্য হাঁকা হতে পারে। নিলামে জান্দ্রা রোডসের ডিজাইন করা একটি জামাও তোলা হবে। ১৯৮৭ সালে প্রিন্সেস এটি পড়েছিলেন। এ ছাড়া বেভারলি হিলের ওই নিলামে ডায়ানা ছাড়াও উইলিয়াম-কেট দম্পতি ও রাণী দ্বিতীয় এলিজাবেথের কিছু অমূল্য দ্রব্য বিক্রয়ের জন্য তোলা হবে।