শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভারতের মঙ্গলযান বর্ষসেরা আবিষ্কার

ভারতের মঙ্গলযান বর্ষসেরা আবিষ্কার

মঙ্গল অভিযানে বিশ্বের প্রধান দেশগুলো যেখানে সফল হতে টানা চেষ্টা করতে হয়েছে। সেখানে ভারত প্রথমবারেই কিস্তি মাত করে দিয়েছে। এবার ভারতের সেই সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক। টাইম ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা আবিষ্কারের সেরা পঁচিশের তালিকায় স্থান পেল ভারতের ইসরোর মঙ্গলযান। প্রথম চেষ্টাতেই সফল হওয়ায় ইসরোর এই মঙ্গল অভিযানকে স্বাগত জানিয়ে টাইমের তরফ থেকে জানানো হয়েছে, এর ফলে মহাকাশবিজ্ঞান চর্চায় নিজেদের আরও মেলে ধরতে পারবে ভারত। গত বছর নভেম্বরে যাত্রা শুরু করে প্রায় ১১ মাস ধরে দীর্ঘ পথ পেরিয়ে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে পেঁৗছায় মঙ্গলযান। মঙ্গলযান সম্পর্কে টাইম জানিয়েছে, ইসরোর আগে কোনো সংস্থা বা দেশই প্রথমবার মঙ্গল অভিযানে সাফল্য পায়নি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় মহাকাশ সংস্থাকে টপকে সেই বিরল কৃতিত্ব অর্জন করেছে ইসরো। একই সঙ্গে এশিয়ার প্রথম দেশ হিসেবে সফল মঙ্গল অভিযানের সম্মানও এসেছে ভারতের ঝুলিতে। প্রকল্পের মোট খরচ নিয়েও ইসরোর প্রশংসা করা হয়েছে। মঙ্গল অভিযানে মোট খরচ হয়েছে ৭৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৭০ কোটি টাকা)। অথচ একটি হলিউড ফিল্মের বাজেটই এর থেকে বেশি থাকে। একাধিক অ্যাকাডেমি পুরস্কারজয়ী 'গ্র্যাভিটি'র বাজেট ছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার। এএফপি।

 

 

সর্বশেষ খবর